ডোমারে ‘বাংলাদেশ প্রেসক্লাব’ এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

ডোমারে ‘বাংলাদেশ প্রেসক্লাব’ এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

276208506 4743087499135540 7057279251180388770 N

সুমন রেয়াজী,ডোমার(নীলফামারী)প্রতিনিধি।আইডি৪৪২ঃনীলফামারীর ডোমারে সম্মেলনের মাধ্যমে ‘বাংলাদেশ প্রেসক্লাব’ এর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। জাবেদুল ইসলাম সানবীমকে সভাপতি, নুরকাদের সরকার ইমরানকে সাধারণ সম্পাদক ও মো. সাখাওয়াত আমিনকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
রবিবার (২৭শে মার্চ) সন্ধ্যায় ডোমার রেলগেট সংলগ্ন ডায়মন্ড সমিতি মার্কেটে বাংলাদেশ প্রেসক্লাব, ডোমার উপজেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন দৈনিক বাংলার সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও নীলফামারী জেলা শাখা বাংলাদেশ প্রেসক্লাবের আহ্বায়ক মো. মাইনুল হক এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নীলফামারী জেলা প্রতিনিধি ও সংগঠনের সদস্য সচিব মো. আবদুল বারী।
এসময় উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা শাখা বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম-সচিব রাজু আহমেদ, ডিমলা উপজেলা শাখা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মো. হামিদার রহমান সহ ডোমার উপজেলা শাখার নেতৃবৃন্দ।
কমিটির সদস্যরা হলেন—সভাপতি পদে জাবেদুল ইসলাম সানবীম (দৈনিক ভোরের কাগজ), সহ-সভাপতি পদে একেএম সুমন রেয়াজী (দৈনিক আমার বার্তা), এ আই পলাশ (দৈনিক যুগের আলো), সাধারণ সম্পাদক পদে নুরকাদের সরকার ইমরান (দৈনিক আমার সংবাদ), সহ-সাধারণ সম্পাদক পদে মো. সিহাব হাচান শাসন (তিস্তা টিভি), সাংগঠনিক সম্পাদক পদে মো. সাখাওয়াত আমিন (দৈনিক দেশ সংবাদ)।
এছাড়া অর্থ সম্পাদক পদে মো. সাহিদুল ইসলাম (দৈনিক গণতদন্ত), দপ্তর সম্পাদক মো. শাহিন আলম (দৈনিক মুক্তভাষা), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজমির রহমান রিশাদ (পত্রিকা একাত্তর), প্রচার সম্পাদক বাসুদেব রায় বাসু (তিস্তা টিভি), সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সোনামনি কলি (সাপ্তাহিক সকালের প্রবাহ), মহিলা বিষয়ক সম্পাদক রুহানা ইসলাম ইভা (দৈনিক প্রথম খবর), কার্যকরী সদস্য পদে মো. সুমন ইসলাম প্রামাণিক (দৈনিক একুশের বাণী), মো. রুম্মান সরকার (সাপ্তাহিক চিকলী) ও মো. নাজমুল আলম (দৈনিক নওরোজ)।
ডোমার উপজেলা শাখা বাংলাদেশ প্রেসক্লাবের উপদেষ্টাগণের মধ্যে রয়েছেন—নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আতফাব উদ্দিন সরকার, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, বাংলাদেশ সুপ্রিমকোর্টের সাবেক ডেপুটি এটর্নি জেনারেল আলহাজ্ব মো. মনোয়ার হোসেন, ডোমার পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস হোসেন।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan