আগুনে পুড়ে গেলো দক্ষিণ গোমনাতী সন্ন‍্যাসী তলা বাজার

আগুনে পুড়ে গেলো দক্ষিণ গোমনাতী সন্ন‍্যাসী তলা বাজার

276070351 4741690595941897 1905689515271651170 N

সুমন রেয়াজী।ডোমার (নীলফামারী)।আইডি ৪৪২ঃগত রাতে(২৬/০৩/২০২২ইং)আনুমানিক রাত ১১.৩০মিনিটে ডোমার উপজেলার দক্ষিণ গোমনাতী সন্ন্যাসী তলা বাজারের প্রায় ২০ টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।ধারনা করা হচ্ছে বাজারের ফনিভুষনের গালামালের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে।আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ডোমার অফিসকে ফোন করা হয় কিন্তু তাদের আসার আগেই আগুনের লেলিহান শিখায় সবগুলো দোকান পুড়ে ছাই হয়ে যায়।বাজারের দোকান মালিক ফনিভুষন জানায় আমার দোকান থেকে সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে আগুন লেগেছে আর আমার দোকানে পেট্রোল ও ডিজেল থাকার কারনে এলাকাবাসীর শত প্রচেষ্ঠায় ও আগুন নেভানো সম্ভব হয়নি।সে আরও জানায় আমার নগদ এক লক্ষ টাকা সহ প্রায় তিন লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।পার্শ্ববর্তী কাপড়ের দোকানমালিক বিগানু জানায় আমার প্রায় পাঁচ লক্ষ টাকার কাপড় পুড়ে গেছে।এছাড়া আলেফফরের ওষুধের দোকান,ঠুকলুতের গালামালের দোকান,কছিরও সজীবের গালামালের দোকান,তহিদুলের কাপড়ের দোকান,মুসার কাঠের দোকান এবং নিমাইয়ের পার্টসের দোকানসহ আর ও অনেক দোকান পুড়ে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan