শেরপুর সংবাদদাতাঃ৮৩১ শেরপুরের ঝিনাইগাতীতে ৪টি অবৈধ করাত কলের যন্ত্রাংশ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। ৫ ফেব্রুয়ারী শনিবার সকালে পাগলারমুখ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই সব করাত কলের যন্ত্রাংশ জব্দ করা হয়। উপজেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ উদোগে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জয়নাল আবেদীন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। জানা গেছে, উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের পাগলারমুখ এলাকায় মো, তোতা মিয়া,, তুহিন, চাঁন মিয়া ও মোজাফফর আলী বনবিভাগের অনুমতি না নিয়ে লাইসেন্স বিহীন অবৈধভাবে করাত কল স্থাপন করে ব্যবসা চালিয়ে আসছিল। বন ও করাতকল স্থাপন আইন লঙ্ঘন করে অবৈধভাবে বনের কাঠ চিরাই করার অভিযোগে ওই ৪টি করাত কলের যন্ত্রাংশা জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা, সহকারী বন সংরক্ষক শরিফুল ইসলাম, গজনী বিট কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ, পুলিশের এসআই হাবিবুর রহমানসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যগণ।