মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন চিন্তার কারণ, তবে আতঙ্কের কারণ নয়। উত্তর আমেরিকায় ওমিক্রন আক্রান্ত দু’জন শনাক্ত হওয়ার একদিন পর তিনি এ কথা বললেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জো বাইডেন বলেছেন, বর্তমানে লকডাউনের কোনো প্রয়োজন নেই। তিনি আরো যোগ করে বলেন, যদি লোকজন টিকা নেয় এবং মাস্ক পরে।
করোনার নতুন এ ধরন দক্ষিণ আফ্রিকা, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্র এরই মধ্যে আফ্রিকার আট দেশে ভ্রমণ নিষিদ্ধ করেছে।
গতকাল স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, এটি প্রায় অনিবার্য যে, ওমিক্রন প্রথম দক্ষিণ আফ্রিকায় হলেও যে কোনো সময়ে যুক্তরাষ্ট্রে পাওয়া যাবে।
সূত্র: বিবিসি।