পিরোজপুরের নাজিরপুরে কৃষকদের মাঝে সরকারী ভর্তুকিতে কমবাইন হারভেষ্টার মেশিন প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩০নভেম্বর) উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ৩টি মেশিন প্রদান করা হয়। প্রতিটি মেশিন এর মূল্য ২০ লাখ টাকা। এ সময় মেশিন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল সাদীদ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ প্রমুখ। এ সময় উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের ফিরোজ মোল্লা ও ইয়াসির মোল্লাকে এবং মালিখালী ইউনিয়নের ফারুক হোসেনকে এ মেশিন প্রদান করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা দ্বীগ বিজয় হাজরা জানান, ওই মেশিন দিয়ে কৃষকরা অল্প সময়ে ধান কাটা, মাড়াই ও ঝাড়া সম্পন্ন করতে পারবে।