মোঃ আরিফুল ইসলাম খান শাহীন আইডি নং১০২৯ :গাজীপুর কাশিমপুর থানায় এক বিশেষ অভিযানে মোটর সাইকেল, অটোরিক্সা, ইজিবাইক চুরি ছিনতাইকারী চক্রের ০৬ সদস্য গ্রেফতার। অভিযানকালে তাদের হেফাজত হইতে ০২ চোরাই মোটরসাইকেল, ০৫ টি ব্যাটারিচালিত চোরাই অটোরিকশা এবং একটি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়েছে। চক্রটি দীর্ঘদিন ধরিয়া কাশিমপুর, আশুলিয়া, সাভার, ধামরাইসহ আশেপাশের এলাকায় নিয়মিত চুরি, ছিনতাই করে আসছিল।