টঙ্গীতে জাল টাকা সহ গ্রেফতার ১

টঙ্গীতে জাল টাকা সহ গ্রেফতার ১

242163861 3123265934569106 3220991540114601999 N

মোঃ আরিফুল ইসলাম খান শাহীন আইডি নং১০২৯গাজীপুরঃ
গাজীপুরের টঙ্গীতে জাল টাকা সহ আব্দুল মান্নান(২৪) নামে একজন কে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।এ সময় তার কাছ থেকে ১৩হাজার পাঁচশো টাকার জাল নোট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল মান্নান শেরপুর জেলার নালিতাবাড়ী থানার রাজনগর গ্রামের খলিল মিয়ার ছেলে।
শুক্রবার রাত সাড়ে ৮টার সময় টঙ্গীর উত্তর আউচপারা খাঁ-পাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল মান্নানকে জাল টাকা সহ খাঁপাড়া বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘ দিন যাবৎ টঙ্গী সহ আশেপাশের এলাকায় জাল টাকার ব্যবসা করে আসছিল।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ্ আলম জানান,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan