কেরানীগঞ্জ নুরু মার্কেটে আগুন

কেরানীগঞ্জ নুরু মার্কেটে আগুন

240563963 884292395858653 1093617234018862796 N

মোঃ রতন কেরানীগঞ্জ রিপোর্টার আইডি নাম্বারঃ ১০২৬
কেরানীগঞ্জ নুরু মার্কেট রোবিবার রাত ১১ঃ০০ কারেন্ট পিলার থেকে তার লিক থাকার কারনে আগুন লেগে যায় । রোবিবার রাত ১১ঃ০০ দ্রুত ভাবে ফায়ার সার্ভিস ৯ ইউনিট কাজ করছে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অধিদফতরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন,কেরানীগঞ্জের নুরু মার্কেটে আগুন লাগার সংবাদ পাওয়া মাত্রই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর এখন পর্যন্ত জানা যায়নি। এখানে অবস্থিত ছিলেন Rab 10 এবং ফায়ার সার্ভিস টিম

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan