নিখোঁজ সংবাদ

নিখোঁজ সংবাদ

241533841 592500898796153 1828093726341079312 N

এমদাদুর রহমান খান (৮৩৭)
ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের প্রথমপাশা গ্রামের মো. মামুন মিয়ার পিতা শফিক উল্লাহ (৫৪) গত ২০১২ সালের ডিসেম্বরে নিজ বাড়ি থেকে বাহির হয়ে আর বাড়িতে আসেননি। এতদিন অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান মেলেনি। তাঁর গায়ের রং শ্যামলা। উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি, মুখমন্ডল লম্বাটে ও হালকা-পাতলা গড়নের। হারিয়ে যাওয়ার সময় তার পড়নে ছিল লুঙ্গি ও শার্ট । তিনি মানসিক রোগী।
এ ঘটনায় গত ০৫/০৯/২০২১ তারিখে ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে(জিডি নং ১৯৫)।
এ ব্যাপারে ছেলে মো. মামুন মিয়া বলেন, আমরা আমাদের নানার বাড়ীতে থাকি,এখানে আমার মা সহ দুই ভাইয়ের পরিবার। আমার বাবা মানসিক রোগী।এর পূর্বেও তিনি কয়েকবার নিখোঁজ হয়ে আবার ফিরে এসেছিলেন।কিন্তু আজ প্রায় নয় বছর যাবত নিখোঁজ হয়ে ও আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করেও আমার বাবার সন্ধান পাইনি। যদি কেউ আমার বাবার সন্ধান পেয়ে থাকেন তাহলে দয়া করে আমার নাম্বারে যোগাযোগ করবেন।
মোঃমামুন মিয়া(০১৭৩২৪১১১৭৫)

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan