রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে দুর্ঘটনায় নিহত-২

রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে দুর্ঘটনায় নিহত-২

239034595 1005443316958522 1148389180344065018 N

শামিম বিশ্বাস, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃআইডি নংঃ ১০১৫
রাজবাড়ী জেলাতে সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ছয়টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের কালুখালি উপজেলার বোয়ালী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার হারাজিত কোপাপাড়া গ্রামের বাসিন্দা ফুলচাঁদ রায়ের ছেলে বিমল রায়(৩২) ও একই উপজেলার তারিন চৌধুরীর ছেলে সুজিত চৌধুরী(৩০)।
জানা যায়, দুইজন মোটরসাইকেলে রাজবাড়ীর দিক থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় কালুখালি উপজেলার বোয়ালিয়া মোড়ে নির্মাণাধীন সেতুর কাছে মোটর সাইকেলের নিয়ন্ত্রন হাড়িযে ধাক্কা লাগে। গুরুত্বর আহত অবস্থায় কালুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পথে দুজনেই মারা যায়।
পাংশা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, মোটরসাইকেলে দুইজন কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। বোয়ালিয়া মোড়ের কাছে নির্মাধীন সেতুর পিলারে নিয়ন্ত্রন হাড়িয়ে মোটরসাইকেলে ধাক্কা লাগে। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পথেই মারা যায়।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan