স্কুলে যাবার একমাত্র রাস্তা ভয়াবহ অবস্থা..!!

স্কুলে যাবার একমাত্র রাস্তা ভয়াবহ অবস্থা..!!

234574656 2983589405251561 4818597921548924963 N

মোঃ রুহুল আমিন রিপোর্টার বিডি ইউনিয়ন নিউজ
দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের আওতাধীন গাদতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র রাস্তার বর্তমান ভয়াবহ অবস্থা,
বেশকয়েক বছর ধরে রাস্তাটি যানবাহন ও পথচারীদের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে, একটু বৃষ্টি হলেই রাস্তার নাজেহাল অবস্থা, বর্ষায় পরিস্থিতি আরো ভয়াবহ,
স্থানীয়রা বলছেন অনেক দিন ধরে এমন বেহাল অবস্থায় পড়ে আছে রাস্তাটি, এতদিন ঝুঁকি নিয়েই চলাচল করেছি আমার কিন্তু ক্রমেই রাস্তার পরিস্থিতি আরো ভয়াবহ হচ্ছে যার ফলে একটু বৃষ্টিতেই হয়ে পড়ে পুরো রাস্তা কাঁদায় সয়লাব, ছোট বড় গর্তের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, অনেক অংশেই রাস্তার দু’পাশ ভেঙে সরু হয়ে গেছে যার ফলে সাইকেল ও বাইসাইকেল ব্যতীত অন্য কোনো যানবাহন ঠিক মত চলাচল করতে পারে না এই রাস্তা দিয়ে, যার জন্য চরম ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের,
করোনা মহামারীতে অনেকদিন ধরেই বন্ধ হয়ে আছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, কয়েক দফায় তারিখ ঘোষণা করেও এখনো তা খোলা সম্ভব হয়ে ওঠেনি। শিক্ষার্থীদের মধ্যে ভর করেছে হতাশা। কবে খুলছে ক্যাম্পাস এই প্রশ্ন এখন মুখে মুখে,সংক্রমণের মাঝে শিক্ষার্থীদের করোনা থেকে সুরক্ষায় টিকা দেওয়ার ব্যবস্থা নিয়েছে সরকার। টিকা দেওয়া শেষ হলে অল্প সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
এদিকে এমন খবর শুনে গাদতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা বলেছেন, স্কুলে যাওয়ার একটাই রাস্তা তারও বেহাল দশা এমন অবস্থায় ছেলেমেয়েরা স্কুলে যাবে কিভাবে আবার অনেক দিন ধরে স্কুল বন্ধ থাকায় সন্তানের ভবিষ্যৎ নিয়ে পড়েছি আশংকায়, স্বাস্থ্যবিধি মেনে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবী জানাচ্ছি আমরা সেই সাথে জরুরী ভিত্তিতে স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি সরোজমিনে রাস্তাটি পরিদর্শন করে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার যাতে করে ছেলেমেয়েরা নির্বিঘ্নে স্কুলে যেতে পারে
গাদতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে গাদতলা,আররা ও নান্দুরিয়া গ্রামের শত শত মানুষ

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan