মাহাফুজ,আইডি নং৯৭৩।ঠাকুরগাঁও পীরগন্জ উপজেলায় করোনা ভাইরাসের কারনে কাজ হারানো ২৫০জনের মাঝে এাণ সামগ্রী বিতরণ করেন পীরগন্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ ঠাকুরগাঁও (৩)জনাব মোঃইমদাদুল হক,এসময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃরেজোয়ানুল হক বিপ্লব,পীরগন্জ উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সাহেব আলী, কুলি মজুর সভাপতি সুলতান, বাজার দোকান শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল, ভ্যান শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক দূরগেশ।