অনলাইন সার্টিফিকেট কোর্স অন জার্নালিজম

অনলাইন সার্টিফিকেট কোর্স অন জার্নালিজম

Jurnalisam School

শিখুন এবং আয় করুন Learning and Earning – সাংবাদিকতা শিখুন, গড়ে তুলুন আপনার ক্যারিয়ার।

✅# ক্যরিয়ার হিসেবে সাংবাদিকতা ।
বর্তমান সময়ে সবচেয়ে চ্যালেঞ্জিং পেশা হচ্ছে সাংবাদিকতা। বর্তমানে দেশে ৪০ টির মত টেলিভিশন চ্যানেল ছাড়াও বহু দৈনিক পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টাল রয়েছে। এসব মিডিয়াতে রয়েছে আকর্ষণীয় বেতনে পার্টটাইম ও ফুল টাইম ক্যারিয়ার গড়ার সুযোগ। আর প্রতিষ্ঠানগুলো বরাবরই দক্ষ কর্মীদের সুযোগ দেয়। এ পেশায় খ্যাতি, সুনাম, সুপরিচিত পাশাপাশি রয়েছে উজ্জ্বল জীবনের হাতছানি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অভাবনীয় উৎকর্ষের পটভূমিতে সাংবাদিকতা এবং সাংবাদিকতা শিক্ষায় ব্যাপক পরিবর্তন সূচিত হয়েছে। সাংবাদিকতায় সবচেয়ে বেশী আগ্রহ তরুণ প্রজন্মের। এছাড়া প্রবীণরাও লিখতে চান- শিখতে চান সাংবাদিকতা। যারা ইতোমধ্যে সাংবাদিকতা শুরু করেছেন অথবা ভবিষ্যতে সংবাদ মাধ্যমে লিখতে চান, হতে চান খ্যাতিমান সাংবাদিক-লেখক, মূলত তাদের জন্য আমাদের Distance learning of journalism Training Courses বা সাংবাদিকতায় হাতেখড়ি ।ক্যরিয়ার হিসেবে চিন্তা করলে সাংবাদিকতা হতে পারে আপনার জন্যে এই সময়ের সবচেয়ে সেরা ক্যরিয়ার।আপনিও হউন সাংবাদিক ।সাংবাদিকতা শিক্ষার সুযোগ । সাংবাদিকতায় হাতেখড়ি ✅

✅সাংবাদিকতা বিষয়ক জ্ঞান আরও সহজপ্রাপ্য করতে ও দেশের প্রত্যন্ত অঞ্চলের সংবাদকর্মী ও সাংবাদিকতায় আগ্রহী তরুণদের সাংবাদিকতা সংশ্লিষ্ট জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে Bangladesh Online Journalism School উদ্যোগে সৃষ্ট ‘অনলাইন সার্টিফিকেট কোর্স অন জার্নালিজম শীর্ষক প্রোগ্রামের আওতায় অনলাইনে 06 মাস মেয়াদি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স ।

কোর্সে অংশগ্রহণের নুন্যতম শিক্ষাগত যোগ্যতা: H.S.C/ H.S.C Running Students । 06 মাসের এই কোর্সের ফি মাত্র 1850 টাকা । কোর্সের ফি: কোর্সের ফি: ১ম কিস্তি 150 টাকা + ২য় কিস্তি 1700 টাকা { ১ম কিস্তির টাকা পাঠানোর ১৫-২০ দিন পর আইডি কার্ড + মাল্টিকালার Reflective ষ্টিকার নেওয়ার সময় নিজ জেলা সদরের সুন্দর বন কুরিয়ার এ প্রদান করতে হবে } = মোট 1850 টাকা মাত্র I দেশ বিদেশের যেকোন প্রান্ত থেকেই অংশগ্রহণের সুযোগ

কোর্সের ধরণ: Distance অনলাইন কোর্স (দেশ বিদেশের যেকোন প্রান্ত থেকেই অংশগ্রহণের সুযোগ রয়েছে )

ক্লাশঃ এই কোর্সে সরাসরি কোন ক্লাশ হবে না। প্রাক্টিক্যাল এর সাথে ব্যবহারিক কাজসহ মোট 40 টি PDF BOOK Link + 42 pdf hand note Link +100 Video Link শিক্ষার্থীদের Mobile এ পাঠানো হবে এবং শিক্ষার্থীদের বাসায় পড়াশোনা করে ০৩ টি অ্যাঁসাইনমেন্ট জমা দিতে হবে 06 তম মাসের শেষ সপ্তহাহে Online এ ২০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। ✅06 মাস পর ২০০ নম্বরের প্রশ্নের অনলাইনে এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণকারীদের সনদ পত্র প্রদান করা হবে ।কোর্সের মেয়াদ: আপনি কোর্সে ভর্তি হবার পর থেকে 06 মাস

প্রশ্ন ঃ📷 কোর্স করলে আপনারা কি চাকরি দিবেন কিংবা চাকরি পেতে সহায়তা করবেন ?
উত্তর ঃ না । আমরা চাকরি দাতা প্রতিষ্টান না কিংবা চাকরি পেতে সহায়তা প্রদান কারী প্রতিষ্টান না


✅*** মাত্র 1850 টাকায় আমাদের পরিবার এর সদস্য হলে / ভর্তি হলে যা পাচ্ছেন ✅

1 . ✅ ছবি সহ আমাদের প্রকাশিত অনলাইন পত্রিকা বিডি ইউনিয়ন নিউজ এর
Trainee Reporter আইডি কার্ড

2. ✅আমাদের প্রকাশিত অনলাইন পত্রিকা বিডি ইউনিয়ন নিউজ এ লেখালেখি ও সংবাদ প্রদানের সুবিধা

3 . ✅আপনার নাম, ছবি ও মোবাইল নাম্বার আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে

4. ✅ বড় পাওয়া সাংবাদিকতা শিক্ষার সুযোগ **** সাংবাদিকতা শিক্ষার সুযোগ **** সাংবাদিকতা শিক্ষার সুযোগ ****

5✅.আমাদের Facebook Group এ অনলাইনে সাংবাদিকতা শেখার সুযোগ । এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের আমাদের সদস্যরা নিজেদেরকে আরও যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে পারবেন। আপনি Admission Fee ১ম কিস্তি 150 tk পাঠানোর পর আমাদের পরিবার এর সদস্য হয়ে যাবেন ।

6.✅ আমাদের সদস্য দের জন্য থাকছে সাংবাদিকতা শিখার 40 টি PDF book+ 42 pdf hand note +100 Video Link + sticker । ছবি সহ আইডি কার্ড গ্রহণ করার 10 দিন এর মাজে সাংবাদিকতা শিখার 40 টি PDF book link+ 42 pdf hand note শিক্ষার্থীদের Mobile এ পাঠিয়ে দেওয়া হয় ।

07. ✅ সারা দেশব্যাপী সৃজনশীল বন্ধু যারা সময়ে অসময়ে বাড়িয়ে দিবে সেবার সুপ্রসারিত হাত

08. ✅ Emergency Blood Support

09. ✅ মাল্টিকালার Reflective ষ্টিকার – Multi color Reflective sticker

10. ✅ নাগরিক সাংবাদিকতা শিক্ষা কোর্স LINK । Citizen Journalism Course এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণকারীরা ৬০ % নম্বর পেলে PDF সনদ পত্র automatically অংশগ্রহণকারীর Email এ চলে যাবে

 

11. ✅ E – Health Card ( কার্ড টি দিয়ে আপনি আমাদের MBBS Doctor থেকে ফোনে চিকিৎসা পরামর্শ নিতে পারবেন )

12 . ✅ 06 মাস পর ২০০ নম্বরের প্রশ্নের অনলাইনে এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণকারীদের সনদ পত্র প্রদান করা হবে ।

13. ✅ আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে 500 tk কমিশন প্রতিটি সেলে। আপনি আমাদের মাধ্যমে সাংবাদিকতা করবেন শিখবেন এবং সাংবাদিক হবেন ? আর আমাদের ব্যবসা হবে- আপনিও Bangladesh online journalism school এর এ্যাফিলিয়েট মাকেটিং এর মাধ্যমে মাসে মিনিমাম 500 -5000 টাকা ইনকাম করতে পারবেন ।

14. ✅ আমাদের শিক্ষার্থীরা Bangladesh Online Journalism School-সাংবাদিকতা প্রশিক্ষণ স্কুল এর এ্যাফিলিয়েট মাকেটিং করে আয় করতে পারবেন । ১ টি অর্ডার 500 টাকা আয় । যত অর্ডার তত আয় । আপনার কাজ 06 মাস মেয়াদি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স মার্কেটিং করা এবং অর্ডার আনা যত অর্ডার আনতে পারবেন তত কমিশন । আমাদের শিক্ষার্থীরা Bangladesh online journalism school এর এ্যাফিলিয়েট মাকেটিং এর মাধ্যমে মাসে মিনিমাম 500 -5000 টাকা ইনকাম করতে পারবেন

15. ✅বিজ্ঞাপন থেকে আয় করার সুযোগ

16. ✅ লাইফ টাইম সাপোর্ট + মেম্বারশিপ

17. ✅ প্র্যাকটিক্যাল এবং রিয়েল স্টাডি

18.✅ সাপ্তাহিক QUIZE CONTEST , Monthly Picture Contest , Monthly ফিচার Contest নিজেকে যাচাই করার জন্য ।

19 💚 এক্সাম হবে সম্পূর্ণ অনলাইনে এবং সার্টিফিকেট পাবেন সফট কপি এবং হার্ড কপি 💚

20. 💚💚 💚 আর সবচেয়ে ভালো খবর হচ্ছে – Booking Fee 150 Tk Send করে কোর্সটি Booking করার পর পছন্দ না হলে কোন প্রশ্ন ছাড়ায় আমরা আপনাকে সম্পূর্ণ Booking Fee 150 টাকা ফেরত দিয়ে দিবো। তবে ০৩ দিনের মধ্যে আমাদেরকে জানাতে হবে

🔖 👉হয়ে যান একজন স্টার সাংবাদিক 🔖 সাংবাদিকতা শিখবেন ও সাংবাদিক হবেন ?
আমাদের সাংবাদিক প্রশিক্ষণ কোর্সে ভর্তি হলে কোর্স চলাকালীন সময়ে মাসিক মিনিমাম ৫০০ টাকা ইনকামের সুযোগ ।

✅কোর্সটি অর্ডার করতে আমাদেরকে কল করুন 01831910346

এখন ডিসিশন আপনার –

Jointly Journalism Education Program: Apparel Merchandiser Club of Bangladesh Ltd . ( Govt Reg No: C 10138 /12 ) Icon HC Foundation (Govt Reg No: S 1029 /09 ) Bangladesh Reporters Club ( Govt Reg No : S 4489 ) বিডি ইউনিয়ন নিউজ

Contact Person & Our Offices:

Khandhaker Jahidul Islam Maruf

✅Dhaka Office: 105 Malek Market (2nd Floor) Fakirapool, Motijheel.Dhaka .

✅Mobile 01831910346

Join our fb group

https://www.facebook.com/groups/Bangladeshonlinejournalismschool

https://www.facebook.com/groups/bdojs7/

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan