সড়ক দূর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত
- Update Time :
বুধবার, ৪ আগস্ট, ২০২১
-
৭২
Time View
প্রদীপ হালদার (কুমিল্লা) নং-১০১৬
নবীনগর থানায় কর্মরত এএসআই রকি চন্দ্র সিংহ১০ দিনের ছুটিতে নবী নগর হতে নিজ বাড়িতে ফিরছিলেন।
পথিমধ্যে বুড়িচং কুমিল্লা সিলেট হাইওয়ে সড়কে দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন।
জানাযায়,রকি চন্দ্র সিংহ(বিপি নং৮৫০৬১০৬৭২২) নোয়াখালি থেকে বদলি হয়ে গত ২ জুলাই নবীনগর থানায় যোগদান করেন। পরিবার নিয়ে থাকার জন্য নবীনগর সদরে একটি বাসা ভাড়া নেন। পরিবারকে আনার জন্য আজ মঙ্গলবার দুপুরে ১০ দিনের ছুটি নিয়ে মোটর সাইকেল যোগে নিজ গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রীপুরে যাওয়ার সময়, কুমিল্লা জেলার বুড়িচং থানার শরীফপুর নামক স্থানে বিপরিত দিক থেকে আসা অপর একটি মোটর সাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। রকি চন্দ্র সিংহ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাগৈ গ্রামের সাধন চন্দ্র সিংহের পুত্র। মুত্যুকালে তিনি ১ ছেলে ১ মেয়ে ও ১ স্ত্রী রেখে গেছেন।
Please Share This Post in Your Social Media