পাংশায় ইয়াবা ট্যাবলেট ও মারামারির মামলায় আটক-২
- Update Time :
বুধবার, ৪ আগস্ট, ২০২১
-
২৪
Time View
রাজবাড়ী জেলা প্রতিনিদিঃ
আইডি নংঃ ১০১৫
আজ (৪ আগষ্ট) রোজ বুধবার রাজবাড়ী জেলার পাংশা উপজেলায়, (১০) পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ মিলন মোল্লা (৩২) নামের একজন কে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানার পুলিশ। পিতা- মোঃ ইয়াছিন আলী মোল্লা। মাছপাড়া পশ্চিমপাড়া (কালীনগর) থেকে গ্রেফতার করা হয়েছে। ইং ০৩/৮/২০২১ এস.আই মোঃ মাহবুবুল আলম সঙ্গীয় ফোর্স তাকে গ্রেপ্তার করে। ও এস.আই নবীন বিশ্বাস সঙ্গীয় ফোর্স। ০৪/০৮/২০২১ তারিখে মারামারি মামলার। আসামী ফরহাদ (৪২), পিতা- মৃত ইউসুফ মৌলবী, মৌরাট ইউনিয়ন এর বাগদুল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন এবং অদ্য আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
Please Share This Post in Your Social Media