মূল্যবান হারানো ফোন রাণীশংকৈল থানার মাধ্যমে উদ্ধার

মূল্যবান হারানো ফোন রাণীশংকৈল থানার মাধ্যমে উদ্ধার

217367120 326638319085578 5947600188520204822 N

রানিশংকৈল এ হারানো ফোন উদ্ধার
নাহিদ হাসান লিটন, আইডি ৯৬৫,
ঠাকুরগাঁও জেলার রানিশংকৈল উপজেলায় কষ্টের টাকায় ক্রয় কৃত মূল্যবান হারানো ফোন রাণীশংকৈল থানার মাধ্যমে উদ্ধার করা হয়। অফিসার ইনচার্জ, রাণীশংকৈল থানা, ঠাকুরগাঁও মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এএসআই (নিঃ) মোঃ নুরে আলম ০১টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেন। পরবর্তীতে জনাব এস এম জাহিদ ইকবাল, অফিসার ইনচার্জ, রাণীশংকৈল থানা, ঠাকুরগাঁও মহোদয় উদ্ধারকৃত মোবাইল ফোনটি প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন।এতে প্রকৃত মালিক হারানো ফোন ফেরত পেয়ে খুশি হয় এবং সেই সাথে রানিশংকৈল থানা,জনাব এস এম জাহিদ ইকবাল, অফিসার ইনচার্জ, নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan