কুড়িগ্রামে নেই কোন করোনা আতঙ্ক অবাধে চলাচল করছে মানুষ
- Update Time :
সোমবার, ১২ জুলাই, ২০২১
-
৩৫
Time View
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি লোকমান হাকিম (লিটন) আইডি নং১০০৮
যখন কুড়িগ্রামে হুহু করে বাড়ছে করোনা। তখন সাধারণ মানুষের নেই কোন করোনা আতঙ্ক। এদিকে কঠোর লক-ডাউনে নেই আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর ভূমিকা মানুষ অবাধে করছে চলাচল। এই জেলাটি ভারতের পার্শ্ববর্তী হওয়ায় রয়েছে বড় ধরনের ঝুঁকি।তারই ধারাবাহিকতা মনে হয় বজায় রাখছে বলে মনে হচ্ছে। এই ২২৪৫.০৪ বর্গ কিলোমিটারের জেলায় ২০৬৯০০০(বিশ লক্ষ ঊনসত্তর হাজার) জণগনের মধ্য প্রতিনীয়তো বাড়ছে করোনা হার। যেখানে গত ১১ দিনের (১-১১জুলাই পর্যন্ত) মোট আক্রান্ত ৫৩৭ জন করোনার হার দেখলে সেটাই মনে হচ্ছে বড় ঝুঁকিতে রয়ছে জেলাটি । প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছে ৪৮.৮১ জন এবং প্রতিদিন আক্রান্তের হার মোট জনসংখ্যার ০.২৮৫৫% জনসংখ্যা আক্রান্ত হচ্ছে।
গত কয়েক দিনের জরিপে দেখা যায় যে হারে বাড়ছে করোনা আক্রান্ত । এ আক্রান্ত ঠেকাতে জনসচেতনতার পাশাপাশি কঠোর লক-ডাউনের মাধ্যমে করোনা আক্রমণ ঠেকাতে হবে।
এ জেলায় দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীগণ বিষয়টি সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা করেন জেলার সচেতন মহল।
Please Share This Post in Your Social Media