এসএসসি ১৯৯৭ ব্যাচ ঝিনাইগাতি উপজেলা শাখা শেরপুর এর সভাপতি জ্বনাব মোঃ আমিনুল ইসলাম আকাশ এর শুভ জন্মদিন
- Update Time :
রবিবার, ৪ জুলাই, ২০২১
-
২৯
Time View
মোহাম্মদ আবু তালেব আইডি নং-৯৫২শেরপুর ঝিনাইগাতি প্রতিনিধিঃআজ রবিবার করোনাকালিন সম্মুখ যোদ্ধা বাংলাদেশ ট্যাক্সেস এমপ্লয়িজ ওয়েলফেয়ার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি,কর পরিদর্শক ও এসএসসি ১৯৯৭ ব্যাচ ঝিনাইগাতি উপজেলা শাখা শেরপুর এর সভাপতি জ্বনাব মোঃ আমিনুল ইসলাম আকাশ এর শুভ জন্মদিন। করোনাকালিন সময়ে সে অক্লান্ত পরিশ্রম করে ঘরে বসে না থেকে বাংলাদেশ সরকারের পক্ষে রাজস্ব বাড়াতে কাজ করে ছুটে চলেছেন।মাননীয় প্রধানমন্ত্রীর ডেল্টা প্ল্যান ২০৪১ সাল বাস্তবায়নের অবিচল আস্হাশীল তিনি।তিনি প্রতিকুল পরিবেশে যথাযথ চেষ্টায় ব্রত ছিলেন এবং আছেন।তিনি এসএসসি ১৯৯৭ ব্যাচ ঝিনাইগাতি উপজেলা শাখা শেরপুর এর বর্তমান সফল সভাপতি। তিনি সংগঠনটিকে প্রাণের চেয়েও বেশি ভালো বাসেন এবং সংগঠনের সকল সদস্যদের মধ্য মনি।সংগঠনের সকল সদস্য তার জন্মদিনে তার জন্য দোয়া ও সুস্বাস্থ্য কামনা করেন। করোনা মহামারি কালীন দূর্যোগময় সময়ে মোঃ আমিনুল ইসলাম আকাশ সাহেব বলেন অযথা ঘর থেকে বাহির হবেন না,মাস্ক পড়ুন নিজে সচেতন হোন অন্যকে সহায়তা করুন,এবং মানবিক সহযোগিতায় সবাই এগিয়ে আসুন।আমরা আগামী সুন্দর পৃথিবীর অপেক্ষায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা কামনা করি।আমরা নিয়মিত কর পরিশোধ করব,দেশকে সহায়তা করব এটাই আমাদের শ্লোগান।
Please Share This Post in Your Social Media