নওগাঁর পোরশা উপজেলায় সরকার নির্দেশিত ৭ দিনের কঠোর লকডাউনের তৃতীয় দিন
- Update Time :
শনিবার, ৩ জুলাই, ২০২১
-
৫৪
Time View
নওগাঁর পোরশা উপজেলায়
সরকার নির্দেশিত ৭ দিনের কঠোর লকডাউনের তৃতীয় দিনে কোভিড-১৯ মোকাবিলায় জনগণকে সচেতন করতে মাঠে নেমেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় মোঃ নাজমুল হামিদ রেজা ও নির্বাহী বিচারক মোঃ জাকির হোসেন(ভূমি) স্যারের নেতৃত্বে
সহায়তাকারী চৌকস ট্যাগ অফিসার হিসেবে মোঃ ওমর ফারুক(আভি) পোরশা উপজেলার ২নং তেঁতুলিয়া ইউনিয়নের জনগণকে সচেতন করতে নিরলস ভাবে কাজ করছেন।
সঙ্গে অত্র ইউনিয়নের গ্রাম পুলিশ,সম্মানিত চেয়ারম্যান,সচিব সহযোগিতায় মাঠে কাজ করছেন।
সত্যিকার্থে সকল বিভাগের কর্মকর্তা বৃন্দু এবং বাংলাদেশ সরকারের সকল বাহিনী সমন্বয় করে কোভিড-১৯ প্রতিরোধে জোরালো তৎপর রয়েছে এবং পোরশা উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে আছেন বলে,মনে করেন সচেতন মহল।

md bulbul ahammed id namber 1007

Please Share This Post in Your Social Media