গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পণ্য বোঝাই ট্রাক উল্টে রাস্তায় নিচে পতিত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পণ্য বোঝাই ট্রাক উল্টে রাস্তায় নিচে পতিত

188710280 1870139389826175 5673978036474022468 N

গাইবান্ধা রিপোর্টার (৯৭৮)আজ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার গাইবান্ধা – সুন্দরগঞ্জ হাইওয়ে রোডে দহবন্দ ইউনিয়ন পরিষদের জরমনদী স্থানে দুটি ভুট্টা বোঝাই ট্রাক উল্টে রাস্তা নিচে পড়ে যায়। এতে একটি ট্রাক রাস্তার পাশে একটি টিনের বাড়ীতে পড়ে বাড়িটির ক্ষতি গ্রস্থ হয়, অন্য ট্রাকটি রাস্তা পড়ে যায়। ট্রাকে বহনকৃত ভুট্টার ক্ষতি হয়। রাস্তা দেবে যায়। ট্রাক উল্টোনোর ফলে যান চলাচলের ব্যাহত, রাস্তায় যানজটের সৃষ্টি হয়। সন্ধ্যা পর্যন্ত ট্রাক দুটি উদ্ধার করা সম্ভব হয় নি তবে উপরে তোলার চেষ্টা চলছে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানা যায় স্থানীয় সাথে কথা বলে।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan