বেনাপোল সিমান্তে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
- Update Time :
মঙ্গলবার, ২৫ মে, ২০২১
-
২৫
Time View
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন ধান্যখোলা গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ রায়হান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক মাদক ব্যবসায়ী রায়হান উদ্দিন মিলন (৪০) সে ৪নং ঘিবা গ্রামের মীর কাশেমের ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাত ১০টা ৪৫ মিনিটের সময় বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন এক মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান নিয়ে ধান্যখোলা হাই স্কুলের পেছনে অপেক্ষা করছে। এমন সংবাদে ওসি মামুন খানের নেতৃত্বে এসআই মোঃ মাসুম বিল্লাহ ও এসআই মোঃ শফি আহমেদ রিয়েল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে উক্তস্থানে অভিযান পরিচালনাকালে ১০ কেজি গাঁজাসহ রায়হান উদ্দিন মিলন নামের ওই মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান উপরোক্ত বিষয়ে নিশ্চিত করে বলেন, আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হবে।
Please Share This Post in Your Social Media