কিশোরগঞ্জে বেকার যুব মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ।।।।

কিশোরগঞ্জে বেকার যুব মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ।।।।

172958251 485937396192687 5819306644729490126 N

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মানব সম্পদ উন্নয়ন ও আত্ন কর্মসংস্থানের লক্ষ্যে এডিপি প্রকল্পের অধীনে ৮ জন বেকার যুব মহিলার মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান সন্জু।
বুধবার (২৮ এপ্রিল) দুপুরে করিমগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে দেহুন্দা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো:আবু রিয়াদ,দেহুন্দা ইউপি সচিব বিপ্লব কুমার সরকার, ইউপি সদস্যবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান সন্জু বলেন,আমার ইউনিয়নের মানব সম্পদ উন্নয়ন ও আত্ন কর্মসংস্থানের লক্ষ্যে এডিপি প্রকল্পের অধীনে ৮ জন বেকার যুব মহিলার মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছি। আশা করি এই সেলাই মেশিনের মাধ্যমে এই যুব মহিলাগণ আত্ননির্ভরশীল হবেন এবং তাদের পরিবার অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হবে।
তিনি আরও বলেন এধরণের সেবামূলক কার্যক্রম চলমান থাকবে।
আইডি নংঃ ৯৯৬
মোঃ আরিফুল ইসলাম
করিমগঞ্জ (কিশোরগঞ্জ), প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan