করিমগঞ্জে কৃষকের ধান কেটে দিল কৃষক লীগের নেতাকর্মীরা।।
- Update Time :
শনিবার, ১ মে, ২০২১
-
৫৫
Time View
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার অসহায় এক কৃষকের জমির বোরো ধান কেটে দিয়েছে পৌর কৃষক লীগ। শুক্রবার (৩০ এপ্রিল) সকালে করিমগঞ্জের আশুতিয়া পাড়ায় কৃষক রাজীব মিয়ার জমির ধান কেটে দেন কৃষক লীগের নেতাকর্মীরা।
কৃষক রাজীব মিয়া কৃষক লীগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বর্তমান দুর্দিনে সরকার কৃষকের পাশে দাঁড়ানোয় কৃষক সহজে ধান কেটে ঘরে তুলতে পারছে।
করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এমরান আলী ভূইয়া, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক দীন ইসলাম, পৌর কৃষক লীগের আহ্বায়ক আব্দুল জলিল ও যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান টুকু, কাদিরজঙ্গল ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সুমন আহমেদ প্রমুখ ধান কাটায় অংশ নেন।
করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আবু তাহের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষক লীগের নেতাকর্মীরা সারাদেশে অসহায় কৃষকের জমির ধান কেটে গোলায় তুলে দিচ্ছেন।
এর অংশ হিসেবে করিমগঞ্জ পৌর কৃষক লীগের উদ্যোগে আশুতিয়া পাড়ায় কৃষক রাজীব মিয়ার জমির ধান কেটে দেয়া হয়েছে। এবং এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
আইডি নংঃ ৯৯৬
মোঃ আরিফুল ইসলাম
কিশোরগঞ্জ, প্রতিনিধি।।
Please Share This Post in Your Social Media