শেরপুরের নালিতাবাড়ির নন্নী ইউনিয়নে ১৩ বছরের এক শিশু ধর্ষনের অভিযোগে মেয়ের বাবার করা মামলায় গত ১২/০৩/২০২১ মোঃ আবদুল হামিদ নামের একজন কে গ্রেপ্তার করে জেলে প্রেরণ করেন নালিতাবাড়ি থানার পুলিশ,
নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ ধর্ষন মামলায় হামিদকে গ্রেপ্তারের খবরের সত্যতা নিশ্চিত করেছেন,
আঃ হামিদ, পিতা,কাশেম মৌলবি, নননী ইউনিয়নের বন্ধধারা নিবাসি,হামিদ নননী মিছবাহুল কওমি হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন নতুন বাড়ী করে নিজে থাকেন পাশের ২ রুম ভারা দেন, এবং গত ২ মাস যাবৎ ভারাটিয়া হিসাবে বসবাস করছেন ভুক্তভুগী পরিবার,
মেয়ের মা বাবা বলেন,আমার মেয়েকে ভয় ভিতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে,
আঃ হামিদের স্ত্রী জানান,
আমি শারীরিক প্রতিবন্ধী আমার বাড়ী গ্রাস করার উদ্দেশ্যে চক্রান্ত করে আমার স্বামী কে ফাসানো হয়েছে।