ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি
দৈনিক মানবজমিনের সিলেটের ওসমানীনগর প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য জয়নাল আবেদীনের ছবি ব্যবহার করে কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভূয়া আইডি খুলে বিভিন্নজনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ ঘটনায় সাংবাদিক জয়নাল আবেদীন গতকাল সোমবার দুপুরে ওসমানীনগর থানায় একটি সাধারণ (ডায়েরি নং ৫২৮) করেছেন।
সাংবাদিক জয়নাল আবেদীন বলেন, গোয়ালাবাজার নামের একটি আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অজ্ঞাতনামা দৃস্কৃতিকারিরা বিভিন্ন মানুষের বিরুদ্ধে নানা ধরণে পোস্ট দিচ্ছি। যা আমার মানসম্মান ক্ষুন্ন সহ আমি সামাজিব ভাবে হেওপ্রতিপন্ন হচ্ছি বলে মনি করি। এই আইডির সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি পাশাপাশি এই আইডির বিরুদ্ধে ওসমানীনগর থানায় সাধারণ ডায়রি করেছি।
ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক সাধারণ ডায়রি রুজুর সত্যতা নিশ্চত করে বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।