শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাজারের বাসিন্দা মোঃ জাহাঙ্গীর আলম সংগীতের মাধ্যেমে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান বলে একান্ত সাক্ষাৎকারে তার অভিব্যক্তি প্রকাশ করেন,
তিনি বলেন,
সংগীত জীবনের দীর্ঘ ২২ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সুস্থ্য ধারার সংগীত ও সংগীতের শিক্ষাকে প্রতিষ্ঠিত করতে ও এগিয়ে নিতে চাই,
মোঃজাহাঙ্গীর আলম সংগীত শিক্ষায় চার বছরের কোর্স সম্পন্ন করেন,
সংগীতাংগনে বিভিন্ন স্বংস্থা হতে পুরস্কারের প্রশংসাপত্র পান,
শেরপুর বয়েজ কলেজ,পুরুস্কার
জাতীয় শিক্ষা সপ্তাহ, পুরুস্কার,
মৌসুমি প্রতিযোগীতা পুরুস্কার,
মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন প্রতিযোগীতা পুরুস্কার,
ইসলামি ফাউন্ডেশন প্রতিযোগীতা পুরুস্কার,
প্রতিভা অন্বেষণ প্রতিযোগীতা পুরুস্কার,
জাহাংগীর আলম শিক্ষকতা করেছেন,
কিশোর কিশোরী ক্লাব সংগীত একাডেমী,
জমিলা গনি স্কুল তিনআনী,
ব্রাইট মেমোরিয়াল একাডেমী
পাতাবাহার খেলাঘর আসর শেরপুর,
মেহেদি ডাঙ্গা সংগীত একাডেমী নকলা,
ঝংকার খেলাঘর আসর প্রতিষ্ঠাতা সভাপতি,ঝিনাইগাতী,
মোঃ জাহাঙ্গীর আলম গান, কিবোর্ড, হারমোনিয়ামে দক্ষতার সাথে বিভিন্ন যায়গায় স্টেজ প্রোগ্রাম চালিয়ে যাচ্ছেন বলে জানা যায়।