মুজিব জন্ম শতবর্ষ, স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন ও ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যানের দুই বৎসর পুর্তি
- Update Time :
বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
-
৬৭
Time View
শেরপুরের ঝিনাইগাতীতে মুজিব জন্ম শতবর্ষ, স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন,উপজেলা চেয়ারম্যানের দুই বৎসর পুর্তিতে বিশাল জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ বুধবার বিকাল ৩ টা ঝিনাইগাতী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএম এ ওয়ারেজ নাইমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু চন্দন কুমার পাল। উপজেলা আওয়ামী লীগের দায়িত্ব প্রাপ্ত যুগ্ন- সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল উৎপল, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক শামীম হোসাইন, শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম,নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু,নকলা উপজেলা চেয়ারম্যান বোরহানউদ্দিন,শ্রীবর্দী উপজেলা চেয়ারম্যান এ,ডি,এমন শহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারুন উর রশীদ, আঃ হালিম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন প্রমুখ। বক্তাগন আসন্ন ইউনিয়ন নির্বাচনের প্রার্থীতা যাছাই- বাছাইয়ের ক্ষেত্রে যোগ্য ও দলের সাথে একনিষ্ঠতা ব্যাক্তিকেই মনোনয়ন দেয়া হবে। পাশাপাশি আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে কাজ করার উদ্বাত্ব আহ্বান জানান। সব শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত করা হয়।
Please Share This Post in Your Social Media