ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ নিহত এক
- Update Time :
বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
-
৪১
Time View
মোঃ নুর ইসলাম
আইডি নঃ-৯৪৮
পঞ্চগড় প্রতিনিধি,
পঞ্চগড়ে সদর উপজেলার জজ কোর্ট মহাসড়কে ট্রাক ও অটোরিকশার মুখোঁমুখি সংঘর্ষে করিমা বেগম (৪৫) এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন ফাহিমা (৩৫) ও শাহানা (৩২) । সংঘর্ষে ট্রাক ও অটোরিকশা যব্দ করেন পঞ্চগড় সদর থানা পুলিশ।
বৃহষ্পতিবার দুপুর তিনটার সময় সদর উপজেলার জজকোর্ট মহাসড়ক এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত করিমা বেগম সদর ইউনিয়নের মোলানী পাড়া এলাকায় মোঃ রমজান আলী সহধর্মীনি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুুলিশ সূত্রে জানা যায়, নিহত করিমা পঞ্চগড় প্রাণী সম্পদ হাসপাতালে ছাগলের চিকিৎসার পর অটোরিকশা যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে জজকোর্ট মহাসড়ক সামনে বিপরীদ দিক থেকে পাথরবাহী ট্রাকের সাথে অটোরিকশার মুখোঁমুখি সংঘর্ষে হলে ঘটনা স্থলে মৃত্যু হয় তার। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের ইউনিট দল গিয়ে গুরুতর আহত দুই জনকে ভর্তি ও নিহত এক জনের লাশ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন মর্মে প্রেরণ করে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উম্মে হুমায়রা এক জনের নিহতের বিষয় নিশ্চিত করেন এবং আহত দুই জনকে উন্নত চিকিৎসা জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
এ দিকে পঞ্চগড় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু আক্কাছ আহ্মদ ট্রাক্টর ও অটোরিকশা দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
Please Share This Post in Your Social Media