শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার নন্নী।পোড়াগাও সহ আশেপাশের বিভিন্ন ইউনিয়নের পারা মহল্লায় রাত ব্যাপি বিকট শব্দে মাইকের আওয়াজে অতিস্ট এলাকাবাসী,
ঘুমের অসুবিধা সহ তাদের রোগিদের শারীরিক মানষিক সমস্যার কথা বলেন নন্নী পঃ পারার সুহেল মিয়া সহ অনেকেই।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যেম ফেজবুকের বিভিন্ন গ্রুপে শব্দ দুষন রুধে আবেদন করে চলেছেন অনেকেই।
সেই সাথে চায়ের দোকান গুলোতে সন্ধার পর হতে রাত ১১/১২ টা পর্যন্ত চলছে উচ্চ শব্দে ও অশ্লিল নাচ গানে টিভি দেখার আড়ালে রমরমা জোয়ার আসর, মাতম চলে রাত ব্যাপি,
গলা চেচিয়ে হইচই চলে বিরামহীন, এতে বেশী বেচা কেনা ও দোকান জমিয়ে রাখার জন্য নিজেরাও অংশ নিচ্ছেন বলে জানান নন্নী বাজারের চায়ের দোকানী হারুন সহ অনেকেই,
এ ব্যাপারে উপজেলা,জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন নন্নী বাজার বাসী।