চাটখিল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী আটক
- Update Time :
শুক্রবার, ১২ মার্চ, ২০২১
-
২৩
Time View
মোঃসামছু উদ্দিন লিটন, নোয়াখালী প্রতিনিধি, আইডি নং-৬৯৬
নোয়াখালী চাটখিলের পশ্চিমাঞ্চলে মাদকের আখড়া থাকলেও বর্তমানে পুলিশের সাঁড়াশি অভিযান আগের মত নেই, ১২ মার্চ চাটখিল থানার এস অাই কৃষ্ণ কুমার দাস,এস অাই অমর ও এ এস অাই এমরানের নেতৃত্বে টিম চাটখিল সাড়াশি অভিযান পরিচালনা করেন।এ অভিযানে ফারুক কুখ্যাত মাদক কারবারীকে আটক করেছেন চাটখিল থানার পুলিশ এবং তার কাছ থেকে ২২ বোতল বিভিন্ন ব্যান্ডের বিদেশি মদ ও ১২০ পিস ইয়াবা উদ্ধার করেন টিম চাটখিল। ফারুকের বাড়ি নোয়াখালী চাটখিল উপজেলার ৩ নং পরকোট ইউনিয়ন পূর্ব শোশালিয়া।
মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম ।
Please Share This Post in Your Social Media