করোনা পরিস্থিতিতে শুরু হয়েছে পরীক্ষা

করোনা পরিস্থিতিতে শুরু হয়েছে পরীক্ষা

144821930 1926970624116858 6641656684918676993 O

বাসুদেব রাজ বংশী আইডি নংঃ৯২৩ টাংগাইল প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশে করোনা পরিস্থিতিতেও স্বাস্থ্য বিধি মেনে শুরু হয়েছে অনার্স এর ইনকোর্স পরীক্ষা। মঙ্গলবার সরকারি এম এম আলী কলেজ কাগমারী,টাংগাইল এ অনার্স দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষকদের নির্দেশে সকল শিক্ষার্থী দুরত্ব বজায় রেখে এবং মাস্ক ব্যবহার করে হলে প্রবেশ করে এবং পরীক্ষায় অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan