“বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের আর্থিক সহায়তা”

“বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের আর্থিক সহায়তা”

141975638 2940140766272864 8263585086137128419 O

মোঃ মাহমুদুল হাসান
আইডি নং #৩৮৯
চাঁদপুর জেলা প্রতিনিধিঃ
চাঁদপুর জেলার মতলব উত্তরের আদুরভিটি গ্রামের ঢালী বাড়ির মালয়েশিয়া প্রবাসী জনাব নজরুল ইসলামের ঘরে রাত্রীবেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে আনুমানিক ৭ লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে যায়।এরি ধারাবাহিকতায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারকে আর্থিক সহায়তা করা হয়।
শুক্রবারে প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ ভুক্তভোগীর বাড়িতে গিয়ে জনাব নজরুল ইসলামের স্ত্রী মোসা. রোকসানা বেগমের হাতে আর্থিক অনুদান পৌছে দেন!
এ সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক সামিউল প্রধান এবং মতলব উত্তরের নেতৃবৃন্দ গোলাম রাব্বি,রাজন,ইমন,ইউসুফ আলী,আরিফ,ইয়াসিন আরাফাত নাজমুল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আর্থিক অনুদান ছাড়াও ঘর করার সময় শ্রম দিয়ে সাহায্য করা হবে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের পক্ষ থেকে এ ব্যাপারে আষশ্ত করা হয়।
উক্ত ভুক্তভোগী পরিবারের পাশে স্বামর্থ্যবান মানুষদের এগিয়ে আসার জন্য আহবান করা হয় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে!

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan