লৌহজং প্রেস ক্লাবের কমিটি ঘোষণা

লৌহজং প্রেস ক্লাবের কমিটি ঘোষণা

130690173 2898989217092536 6647539762926476554 N

ফৌজি হাসান খান রিকু,আইডি নং-৭৫৩
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে লৌহজং প্রেস ক্লাবের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে মিজানুর রহমান ঝিলু (দৈনিক সমকাল) ও সাধারণ সম্পাদক পদে মো. মানিক মিয়া (একাত্তর টেলিভিশন) নির্বাচিত হন।
গতকাল বুধবার দুপুরে উপজেলার ঘোড়দৌড় বাজারস্থ দৌলত খান কমপ্লেক্সে লৌহজং প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে দুই বছর মেয়াদে ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি পদে মো. শওকত হোসেন (দৈনিক নব অভিযান), সহ-সম্পাদক পদে মো. রাকিব শেখ (দৈনিক তরুণ কন্ঠ), সাংগঠনিক সম্পাদক পদে তাজুল ইসলাম রাকিব (দৈনিক মুন্সীগঞ্জের খবর), কোষাধ্যক্ষ পদে আ স ম আবু তালেব (দৈনিক স্বাধীন বাংলাদেশ), দপ্তর সম্পাদক পদে ফৌজি হাসান খান রিকু (দৈনিক রূপবাণী), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইমন হোসেন (দৈনিক খোলা কাগজ) এবং কার্যনির্বাহী সদস্য পদে আতিক এ রাহিম (দৈনিক সভ্যতার আলো), মো. রমজান হোসেন রকি (দৈনিক বাংলাদেশ বুলেটিন) ও মো. মোশারফ হোসেন বাবু (দৈনিক ডেসটিনি) নির্বাচিত হন।
কমিটি ঘোষণার পর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।এবং কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan