নাগরপুরে বিজয় মাস উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

নাগরপুরে বিজয় মাস উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

130715901 2832218233663811 1028067785639337626 O

ডা.এম.এ.মান্নান,আইডি নং-৮১৩
নাগরপুর(টাংগাইল)প্রতিনিধি:
রক্ত দিন,জীবন বাঁচান এই মহান বাক্যটি বাস্তবায়নের লক্ষে মহান বিজয় মাস উপলক্ষে বন্ধু স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন এর উদ্যোগে সকল শ্রেনী নাগরিকদের মাঝে নাগরপুরে ফ্রি ব্লাড গ্রুপিং নির্নয় কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০ খ্রি.সকাল ৯.০০ টা থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত নাগরপুর সরকারি কলেজ প্রধান গেটে ফ্রি ব্লাড গ্রুপিং কার্মসৃচী পালিত হয়েছে। প্রায় দুই শতাধিক ফ্রি ব্লাড গ্রুপ নির্নয় করা হয়।
প্রতিষ্ঠাতা সভাপতি মো.আশিক এর পরিচালনায় নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর ভিপি হুমায়ুন প্রধান অতিথি ও উদ্বোধক হিসাবে শুভ উদ্বোধন ঘোষণা করেন।
চিকিৎসক হিসাবে উপস্হিত ছিলেন মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ম্যানেজিংডিরেক্টর(এমডি)
বিশিষ্ট হোমিওপ্যাথিক মেডিসিন গবেষক ও কনসালটেন্ট প্রভাষক ডা.এম.এ.মান্নান,মেডিকেল অফিসার(হোমিও) ডা.কাওছার খান,মেডিকেল সহকারী মো.মকবুল হোসেন।
স্বেচ্ছাসেবক হিসাবে উপস্হিতি ছিলেন,মো.শহিদুল,মো.শাহাদত,মো.সজিব,মো.জাকারিয়া, মো.সুমন,মো.শাওন,মো.ফয়সাল,মো.আল আমীন প্রমুখ।
ছবিতে থাকতে পারে: 3 জন লোক, লোকেরা বসে আছে এবং টেবিল
ইনসাইট দেখুন
পোস্টের দর্শক সংখ্যা 108
2

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan