র‍্যাকেট কেনার জন্য জমানো টাকা দিয়ে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

র‍্যাকেট কেনার জন্য জমানো টাকা দিয়ে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

129820468 691962014837852 6468152535121144717 O

হাবিবুর রহমান,
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি , আইডি নং-৯১২ :
্যাকেট কেনার জন্য জমানো টাকা দিয়ে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ৬নং রাতইল ইউনিয়ন ছাত্রলীগের একনিষ্ঠা কর্মী মোঃ রিয়াজ খাকী –
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ৬নং রাতইল ইউনিয়নে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃআজাদ হোসেন মৃধা, সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, কাশিয়ানি উপজেলা শাখা, গোপালগঞ্জ।
পরিচালনা করছিলেন ৬নং রাতইল ইউনিয়ন এর ৪নং ওয়ার্ড এর সুযোগ্য ইউ,পি সদস্য এইচ এম রবিউল ইসলাম।
 মঙ্গলবার ,০৮ ডিসেম্বর ২০২০ ইং.সকালে ১০ঃ৩০ এর সময় গোপালগঞ্জ জেলার, কাশিয়ানি উপজেলার ৬নং রাতইল ইউনিয়নের শ্যামবাজারে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন মোঃরিয়াজ খাকী ।
কম্বল বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথিঃ হিসেবে উপস্থিত ছিলেন,মোঃসাইফুল মোল্লা, সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাতইল ইউনিয়ন শাখা। এবং মোঃইনামুল হক ইনাম,সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাতইল ইউনিয়ন শাখা।
কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি, জনাব তোফায়েল আহমেদ, সহ সভাপতি, সুমন সরদার, সহ সভাপতি, শেখ ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক, ইমরুল হাচান ইমন,সাংগঠনিক সম্পাদক, আশিকুর রহমান সুমন, উপ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক , হাবিবুর রহমান, কার্যকারী সদস্য, কাজী মুশফিকুর রহমান রাহাত, সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ স্থানীয় বেক্তিবর্গ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan