কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত
- Update Time :
বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
-
৩০
Time View
কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ দুই নেতার সাংগঠনিক পদ স্থগিতঃ-
হাবিবুর রহমান,আইডি নং-৯১২ গোপালগঞ্জ প্রতিনিধি | ০৮ ডিসেম্বর ২০২০ | ১১:৫৩ পূর্বাহ্ণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিরুপ মন্তব্য করায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ দুই ছাত্রলীগ নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।
কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আজাদ হোসেন মৃধা এর সত্যতা নিশ্চিত করেছেন। যদিও তাদের বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গ ও সংগঠন পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ এনে সাময়িকভাবে সাংগঠনিক পদ স্থগিত করার আদেশের কথা বলা হয়েছে।
কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আজাদ হোসেন মৃধা ও সাধারণ সম্পাদক মাসুম শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পদ স্থগিত প্রাপ্তরা হলেন-কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিলন মোল্যা ও স্কুল বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম রুহুল। ওই পত্রে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃংখলা ভঙ্গ ও সংগঠন পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিলন মোল্যা ও স্কুল বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম রুহুলের সাংগঠনিক পদ সাময়িক ভাবে স্থগিত করা হলো। তাদের বিরুদ্ধে তদন্ত করে ছাত্রলীগ থেকে বহিস্কারের জন্য কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সুপারিশ করা হলো।
66
Please Share This Post in Your Social Media