ঝিনাইগাতীতে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার

ঝিনাইগাতীতে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার

123345712 2744683629139553 5609823853403693539 N

শেরপুর সংবাদদাতাঃ৮৩১
শেরপুরের ঝিনাইগাতীতে অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত হলো,জামালপুর সদর উপজেলার নান্দিনা গ্রামের আকবর আলীর আসাদুল (৩২) ও সাদেক আলী (২২)। ঘটনাটি ঘটে ৩ নভেম্বর মঙ্গলবার সন্ধায় উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া আমতলী এলাকায়। পুলিশ ও স্হানীয়বাসিন্দারা জানায়,ওই দুই সহোদর অজ্ঞান পার্টির সদস্য সবজি কেনার নাম করে ঝিনাইগাতী সদর ইউনিয়নের আহাম্মদ নগর গ্রামের ফজল হকের ছেলে সুরুজ আলী (১৭) ‘র ইজিবাইক ভাড়া করে সন্ধায় আমতলী এলাকায় নিয়ে আসে। পরে এখানে এসে ওই দুই অজ্ঞান পার্টির সদস্য দোকান থেকে পাউরুটি, কলা ও সেভেনআপ কিনে ইজিবাইক চালক সুরুজ আলীসহ ৩ জনে মিলে খায়। পাউরুটি কলা খাওয়ার পর ইজিবাইক চালক সুরুজ আলীর মাতলামী শুরু হলে অজ্ঞান পার্টির সদস্যরা ইজিবাইক নিয়ে কেটে পরার চেষ্টা করে। এসময় স্হানীয়বাসিন্দারা বিষয়টি বুঝতে পেরে অজ্ঞান পার্টির সদস্যদের পিছু নেয়। পরে অঙ্গান পার্টির সদস্যরা ইজিবাইক ফেলে রেখে পালানোর চেষ্টা করলে গ্রামবাসীরা তাদের আটক করে থানা পুলিশে দেয় এবং অজ্ঞান অবস্হায় ইজিবাইক চালক সুরুজ আলীকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার সত্যতা স্বীকার করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো,ফায়েজুর রহমান বলেন এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
ইনসাইট দেখুন
পোস্টের দর্শক সংখ্যা 215
2

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan