লিও ক্লাব অব সিলেটের অক্টোবর সেবা মাস ২০২০ এর মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন।

লিও ক্লাব অব সিলেটের অক্টোবর সেবা মাস ২০২০ এর মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন।

120619131 1249938525387485 9071772749106646241 O

নিজস্ব প্রতিবেদক :অক্টোবর সেবা মাস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি গ্রহন করেছে লিও ক্লাব অব সিলেট। সেবা মাসের প্রথম দিনের কর্মসূচির অংশ হিসাবে কুমারপাড়াস্থ লায়ন শিশু হাসপাতালে মা ও শিশুদের মধ্যে পুস্টিকর খাবার বিতরণ করা হয়। লিও ক্লাব অব সিলেটের সেক্রেটারি লিও দাইয়ান আহমেদ এর পরিচালনায় উক্ত কর্মসূচিতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লিও ক্লাব অব সিলেটের এডভাইজার লায়ন মুহিতুর রহমান,লায়ন্স ক্লাব অব সিলেটের ভাইস প্রেসিডেন্ট লায়ন ডাঃ সোলাইমান আহমেদ,সেক্রেটারি লায়ন আব্দুল্লাহ আল মামুন,লায়ন হুমায়ুন কবীর। এছাড়াও উপস্থিত ছিলেন অক্টোবর সেবা মাসের কনভেনর লিও জাকির আহমেদ,ক্লাব জয়েন্ট সেক্রেটারি লিও ইমরান আলী ,জয়েন্ট সেক্রেটারি লিও ইমন আলী,জয়েন্ট ট্রেজারার লিও নাঈমুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য লায়ন্স ক্লাব অব সিলেটের অভিভাবকত্বে লিও ক্লাব অব সিলেট সুবিধাবঞ্চিত দের মধ্যে সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan