৭নং ফাজিলহাটি ইউনিয়ন দেলদুয়ার আছে ভবিষ্যতে থাকবে এই প্রত্যাশায় সকলস্তরের জনগণ নিয়ে মানববন্ধন পালিত

৭নং ফাজিলহাটি ইউনিয়ন দেলদুয়ার আছে ভবিষ্যতে থাকবে এই প্রত্যাশায় সকলস্তরের জনগণ নিয়ে মানববন্ধন পালিত

120224072 670674370533892 7431481850221331057 N

রিপোর্টার ডিপঃ কৃষিবিদ আতিক
দেলদুয়ার প্রতিনিধি আই ডি নং ৭৩১
আজ ৭ নং ফাজিলহাটি ইউনিয়নের সকল স্তরের জনগণ মিলে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন।
ফাজিলহাটি ইউনিয়ন বাসীর প্রানের দাবি পূর্বের ন্যায় দেলদুয়ার উপজেলা অন্তর্ভুক্ত থাকবে। প্রস্তাবিত ধলেশ্বরী উপজেলায় যাবে না। হাজার হাজার জনতা মিলে মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন ফাজিলহাটি ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সুযৌগ্য চেয়ারম্যান জনাব তোফাজ্জল হোসেন সাহেব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রেখেছেন, দেলদুয়ার উপজেলা পরিষদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ সাহেব।
উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক টাংগাইল জেলা আওয়ামী লীগ।
সাবেক সফল সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, জনাবা দেওয়ান তাহমিনা হক।
উপস্থিত ছিলেন, দেলদুয়ার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব বীরমুক্তিযোদ্ধা আবঃ ছালাম ভুইয়া।
উপস্তিত ছিলেন ফাজিলহাডী ইউনিয়নের সকল সাবেক চেয়ারম্যান সকল ইউ পি সদস্য সকল দলের রাজনৈতিক নেএিবৃন্দ সুসিল সমাজ শিক্ষক ছাত্র ছাত্রী। সকল বয়সের মা বোনেরা।
সাংবাদিক, মানবাধিকার কর্মী
সকলের দাবি দেলদুয়ার উপজেলার অন্তর্ভুক্ত আছে ভবিষ্যতে থাকবে।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan