মোঃ মহাসিন মিয়া-৮৩৬)
আজ খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের শুভ উদ্বোধন করেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) জননেতা বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি মহোদয়।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মাইনুদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসক বাবু প্রতাপ চন্দ্র বিশ্বাস, দীঘিনালা উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের শ্রদ্ধেয় সভাপতি হাজী মোঃ কাশেম মহোদয়, সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহী প্রমূখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) জননেতা বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন আওয়ামী লীগ সরকারের আমলে সারাদেশে উন্নয়নের জনজোয়ার বইছে। তাছাড়া দীঘিনালা উপজেলার ধারাবাহিক উন্নয়ন নিয়ে দীঘিনালা উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান হাজী মোঃ কাশেম মহোদয়ের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন তিনি৷