সরকারি চাকরিজীবীরা শুধু কল্যাণমূলক বক্তব্য দিতে পারেন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সরকারি চাকরিজীবীরা শুধু কল্যাণমূলক বক্তব্য দিতে পারেন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

43564567

গণমাধ্যমে কথা বলতে হলে সরকারি কর্মকর্তাদের নিতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও মতামত তুলে ধরার ক্ষেত্রে মানতে হবে এই নিয়ম। এমন নির্দেশনা সমালোচনার জন্ম দেয়ার পর জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলছেন, সরকারি কর্মচারীরা ব্যক্তিগত মতামত বা বিভ্রান্তিমূলক বক্তব্য দিতে পারেন না। সরকারি কর্মচারীদের এমন নির্দেশনার বিষয়টি স্বাভাবিক বলেই মনে করেন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন গণমাধ্যমে সরকারি কর্মচারীদের স্ট্যাটাস দেয়ার বিষয়টি সম্প্রতি বিতর্কের সৃষ্টি করেছে। এ প্রেক্ষিতে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯ অনুসরণ করে কথা বলা বা মত প্রকাশের জন্য সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নির্দেশ দেয়া হয়েছে। গত ২৩ আগস্ট এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, সরকারি কর্মচারীরা আচরণবিধি লঙ্ঘণ করে, বিভাগীয় প্রধানদের অনুমতি ছাড়াই বিভিন্ন বিষয়ে বেতার, টেলিভিশনের সংবাদ, টক শো, আলোচনা অনুষ্ঠান এবং পত্র-পত্রিকা বা অনলাইন মাধ্যমে বক্তব্য প্রদান করছেন। এখন থেকে সবাইকে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯ এর বিধি -২২ অনুসরণ করার নির্দেশ দেয়া হয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলছেন, সরকারি কর্মচারীরা ব্যক্তিগত মতামত বা বিভ্রান্তিমূলক বক্তব্য না দিয়ে কেবলমাত্র কল্যাণমূলক বক্তব্য দিতে পারেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এমন কথা বলেছেন যা তাদের ব্যক্তিগত মতামত, কিন্তু একজন চাকরিরত থাকা অবস্থায় সেটা ঠিক নয়।

গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সচিবদের কথা বলার ক্ষেত্রেও বিভাগীয় প্রধান হিসেবে মন্ত্রীর অনুমতি নিতে হবে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, ডিসিরা যদি এমন বিষয়ে আলোচনা করতে চান, সেক্ষেত্রে মিনিস্ট্রিতে অনুমতি নেবেন।

সরকারি প্রতিষ্ঠানের বিধিমালা অনুসরণ করার নির্দেশনাটি স্বাভাবিক প্রক্রিয়া বলেই মনে করেন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার।

সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, যে বিধিটা বলবৎ আছে, সেটি কার্যকর করার জন্য পদক্ষেপ নেয়া কোনো সমস্যা নয়।

এ ধরনের নির্দেশনায় নিয়মের কোন ব্যত্যয় ঘটেনি বলেও মনে করেন সাবেক এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan