ঢাকা কলেজ সোস্যাল সাইন্স ক্লাবের বৃক্ষরোপন কর্মসূচি পালন

ঢাকা কলেজ সোস্যাল সাইন্স ক্লাবের বৃক্ষরোপন কর্মসূচি পালন

117589763 2681306822188044 7313307409094520519 N

ওবাইদুর সাঈদ
01717842056

ঢাকা কলেজ সোস্যাল সাইন্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। আজ শনিবার সকালে (১৫.০৮.২০) ধানমন্ডি লেক পাড়ে এ বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।

এসময় ক্লাবের উপদেষ্টা সফিউল্লাহ, তৌফিকুল ইসলাম, তসলিম উদ্দিন সহ ক্লাব সভাপতি আ জ ম ওবায়দুল্লাহ সঞ্চালনায় কর্মসূচি সম্পন্ন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির অন্যতম উপদেষ্টা সফিউল্লাহ বলেন, গাছ আমাদের বন্ধু। এমন বন্ধু, যে বন্ধু উপকার ছাড়া অপকার করে না। বৈশ্বিক জলবায়ু ভারসাম্য রক্ষায় গাছ অসামান্য অবদান রাখে। বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানো আমাদেরই দায়িত্ব।

ক্লাবের অন্য সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরোও বলেন, আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে। গ্রামে অবস্থান করা সদস্যরা স্ব-স্ব অবস্থান থেকে গাছ লাগাবেন।

এসময় সোস্যাল সাইন্স ক্লাব সভাপতি আ জ ম ওবায়দুল্লাহ বলেন, পৃথিবীতে উষ্ণতা বৃদ্ধির মূল কারণ গণহারে বৃক্ষনিধন। যার নেতিবাচক প্রভাব পড়ছে পরিবেশে। তাই প্রতিবছরের ধারাবাহিকতায় আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি।

এসময় আরো উপস্থিত ছিলেন সোশ্যাল সায়েন্স ক্লাবের সদস্যর।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan