উখিয়ার দু`নারী ইয়াবা বিক্রেতা লোহাগাড়ার শ্রীঘরে, ইয়াবা জব্দ
সাংবাদিক জামাল উদ্দীন লোহাগাড়া প্রতিনিধি:-১০৭৮
চট্টগ্রামের লোহাগাড়ায় ২ নারী ইয়াবা বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গতকাল রাতে লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান ও এসআই মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয় এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে দু`নারী ইয়াবা বিক্রেতাকে আটক করা হয়।
আটককৃতরা হল কক্সবাজার জেলার উখিয়া উপজেলার শিলের ঘাটা মৃত নুর আলমের স্ত্রী ফাতেমা বেগম(৩৫) এবং একই এলাকার মৃত হোসেনের স্ত্রী বুলবুল আকতার(৪০)।
লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে এসআই মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম উল্লেখিত এলাকায় যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে ২হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ নারী ইয়াবা বিক্রেতাকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজ ৩০ জুন সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।