টঙ্গীতে বি এন পির দোয়া ও মাহফিল আয়োজন।
মোঃজহিরুল ইসলাম, রিপোর্টার, ১০৮০।
আজ গাজীপুর মহানগর এর টঙ্গী পশ্চিম থানা বি এন পি দোয়া ও মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি গাজীপুর মহানগর বি এন পি এবং সাবেক এম পি ও শিক্ষাবন্ধু জনাব হাসান উদ্দিন সরকার।বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন জনাব মাজহারুল ইসলাম ( সদস্য, বি এন পি নির্বাহি কমিটি), প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃসোহরাব হোসেন( সদস্য সচিব গাজিপুর মহানগর বি এন পি) উক্ত সভায় সভাপতিত্ব করেন টঙ্গী থানা বি এন পি নেতা জনাব মাহবুব আলম শুক্কুর এবং সঞ্চালনা করেন জনাব শাহ নাসির উদ্দিন নাসু। উক্ত সভায় বি এন পির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করোনা মুক্তি এবং সাবেক প্রধানমন্ত্রী, বি এন পি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারা মুক্তি এবং সুসাস্থ্যের জন্য দোয়া করা হয়। সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বি এন পির যুগ্ন আহবায়ক, মিথ্যা মামলায় কারা নির্যাতিত,জনপ্রিয় নেতা জনাব রাকিবুল হাসান পাপ্পু সরকার,পাপ্পু সরকার বলেন সবার আগে দেশ,দেশ থেকে আজাব,গজব ও বালা মুছিবত দূর করার জন্য দোয়া চেয়ে বলেন আমাদের প্রিয়নেতা বি এন পির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক সুস্থতা কামনা করি এবং আমাদের মা, সাবেক প্রধানমন্ত্রী, বি এন পি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি এবং জনাব বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেন দ্রুত দেশে আসতে পারে তার জন্য তিনি দোয়া চান। তিনি আরও বলেন আগামী দিনে দুর্বার গন আন্দোলন গড়ে তুলতে হবে, তাহলে বি এন পি আবার দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে পারবে।