তারাকান্দা উপজেলায় ক্রীড়া সংস্থার ভিত্তিপ্রস্তর স্থাপন
রবিউল হক বাবু ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ক্রীড়া সংস্থার কার্যালয় নির্মাণের লক্ষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ক্রীড়া সংস্থার ভিত্তিপ্রস্তর স্থাপন।
আজ বুধবার (২৯ জুন) সকালে ভিত্তিপ্রস্তর স্হাপন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মিজাবে রহমত।
এসময় উপস্থিত ছিলেন,তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডভোকেট ফজলুল হক, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) জিন্নাত শহীদ পিংকি,উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর,সহ-সভাপতি মেজবা উল আলম চৌধুরী রুবেল,উপজেলা প্রকৌশলী এলজিইডি শফিউল্লাহ খন্দকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম,কাকনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খালেক তালুকদার ও ঢাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরাম তালুকদার,উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাওন কিশোর ধর শান্ত প্রমূখ।