উম্মুল আশেকীন হযরত মা মুনাওয়ারা বেগম (র:) এর স্মরণে মিলাদ মাহফিল

উম্মুল আশেকীন হযরত মা মুনাওয়ারা বেগম (র:) এর স্মরণে মিলাদ মাহফিল

282665868 506055967970061 499583723538139303 N

মুহাম্মদ নেজাম উদদীন ফটিকছড়ি চট্টগ্রাম 1060:-
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর উদ্যোগে উম্মুল আশেকীন হযরত সৈয়দা মা মুনাওয়ারা বেগম মাইজভান্ডারী (র:) এর স্মরণ, ঈদ পূর্নমিলনী, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর নব নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর প্রয়াত সদস্য জন্য আলোচনা,মিলাদ ও দোয়া মাহফিল হামজারবাগস্থ মাদ্রাসা -ই- শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী মিলায়তনে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর সভাপতি জনাব রেজাউল আলী জসিম চৌধুরী সভাপতিত্বে ২১ মে শনিবার অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার কামালুর রহমান, ইঞ্জিনিয়ার আজিজুর রহমান চৌধুরী,জনাব মোঃ শাহেদ আলী চৌধুরী, অধ্যাপক এ ওয়াই এম জাফর, সৈয়দ ফরিদ উদ্দিন, কাজী মোহাম্মদ ইউসুফ, শেখ মজিবুর রহমান বাবুল, আবদুল্লাহ আল মামুন, কামাল উদ্দিন আহমেদ,লোকমান ফকির, ফজলুল হক, আবুল কালাম, এইচ এম জসিম উদ্দিন জিকু, এম মাকসুদুর রহমান হাসনু, এম দিদারুল আলম, মোহাম্মদ আলী, মীর সফিউল আলম নিজাম, রেজুয়ান সিদ্দিকি উজ্জল,আশরাফুজ্জামান আশরাফ, মোহাম্মদ জসিম উদ্দিন, ইউসুফ আলী, এইচ এম আলী আব্রাহাম,আব্দুল আজিজসহ অন্যান্য সদস্যবৃন্দ বক্তারা বলেন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম (র:) ছিলেন একজন মহীয়সী নারী উনার ইবাদত বন্দেগী পর্দাশীলতা বিনয় এবং গুন মাধুর্য ছিল অনন্য তিনি অসামান্য আধ্যাত্মিক শক্তির অধিকারি ছিলেন। তিনি ছিলেন বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:) আধ্যাত্মিক প্রতিচ্ছবি বক্তারা আরো বলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ একটি মানবিক, সমাজসেবী ও আধ্যাতিক সংগঠন এ সংগঠন এর সদস্যরা মানব সেবা , দ্বীন, সুন্নীয়ত ও মাইজভাণ্ডারী দর্শন প্রচারে নিবেদিত আছেন। সদ্য যারা মৃত্যু বরন করেছেন তাদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। অনুষ্ঠান সঞ্চালন করেন শামসুল আলম।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan