ফটিকছড়ি থেকে অক্সিজেন রোডে এসি বাস চালু -উদ্বোধন করেন আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি
- Update Time :
সোমবার, ২৩ মে, ২০২২
-
১২৮
Time View
মুহাম্মদ নেজাম উদদীন ফটিকছড়ি চট্টগ্রাম 1060:-
ফটিকছড়ির হতে চট্টগ্রাম শহরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তা ও স্বস্তিতে নির্ভয়ে ভ্রমণের লক্ষ্যে ফটিকছড়ি- অক্সিজেন সড়কে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস ‘চট্টলা চাকা এক্সপ্রেস’। চট্টগ্রাম ফটিকছড়ি-নাজিরহাট-খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির তত্ত্বাবধানে প্রথম পর্যায়ে ৪টি এসি বাস যুক্ত হচ্ছে এই রুটে। ২৩ মে আনুষ্টানিক ভাবে উদ্বোধনের পর ২৪ মে থেকে চলবে কোচ।
বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ শাহজাহান বলেন, “এ রোডের যাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল এ সড়কে এসি বাস চালচলের জন্য ।” তিনি আরো বলেন, “চট্টগ্রাম ফটিকছড়ি-নাজিরহাট-খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির তত্ত্বাবধানে প্রথম পর্যায়ে ৪টি বাস চলবে এই সড়কে।”সোমবার ২৩ মে সকালে ফটিকছড়ি বাস স্ট্যান্ডস্থ মুক্তিযোদ্ধা চত্ত্বরে এ সার্ভিসটি উদ্বোধন করেন ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাব্বির রহমান সানি, ফটিকছড়ি পৌর সভার মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন ও চট্টগ্রাম পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম মঞ্জু।
Please Share This Post in Your Social Media