ফটিকছড়ি উপজেলার ০৬নং পাইন্দং ইউনিয়ন পরিষদ ভবনে চুরি

ফটিকছড়ি উপজেলার ০৬নং পাইন্দং ইউনিয়ন পরিষদ ভবনে চুরি

281766688 502592168316441 3890537634930722409 N

মুহাম্মদ নেজাম উদদীন ফটিকছড়ি চট্টগ্রাম1060:-
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ৬ নং পাইন্দং ইউনিয়ন পরিষদ ভবনে চুরি ঘটনা ঘটেছে ।১৫-০৫-২০২২ইংরেজী রবিবার দিবাগতরাতে এ ঘটনা ঘটে।
পাইন্দং ইউনিয়ন পরিষদ সূত্রে জানাগেছে রবিবার দিবাগত রাতে জানালর গ্রিল কেটে ইউনিয়ন পরিষদের সচিব এর কক্ষ ও দরজার তালা ভেঙ্গে উদ্যোক্তার কক্ষ থেকে নগদ টাকা ও কম্পিউটার চুরি করে নিয়ে যায়।
০৬নং পাইন্দং ইউপির চেয়ারম্যান এ কে এম ছরওয়ার হোসেন স্বপন বলেন- “গ্রাম পুলিশের অবহেলার কারনে চুরির ঘটনা ঘটেছে, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফটিকছড়ি থানাকে অবগত করা হয়েছে”

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan