ওসমানীনগর(সিলেট)সংবাদদাতাঃ সিলেটের ওসমানীনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।১৪ ডিসেম্বর সকাল ১০ টায় বুরুঙ্গা গনকবরে পুষ্পস্তবক অর্পণের পর এক মিনিট নীরবতা পালন করা হয়। ১১ টায় উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মইনুল হক চৌধুরী,সহকারী কমিশনার ভূমি রাজিব দাস পুরকায়স্থ,অফিসার ইনচার্জ এস এম মাইনুদ্দিন, আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান,সহ সভাপতি গোলাম কিবরিয়া,সাধারন সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, কাজী হেলাল,মাধ্যমিক শিক্ষা অফিসার স্বপন কুমার চক্রবতী, প্রাইমারী শিক্ষা অফিসার শরীফ নিয়ামত উল্লা, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল আহমদ, সেচছাসেবকলীগের সভাপতি চঞ্চল পাল,সেলিম রেজা, আলাউর রহমান আলা, সুশাসনের জন্য নাগরিক সুজনের ওসমানীনগর শাখার সভাপতি শেখ ফয়সল আহমদ,তফজ্জুল হোসেন,সুরমান আহমদ,শানুর মিয়া, বুরুঙ্গা ইউনিয়ন আওমীলীগের সভাপতি সিরাজ বখত উকিল, আখলাকুর রহমান সহ আরো অনেক।