ভেদুরিয়ায় অধুনিক ৭নং ওয়ার্ডের রুপকার হতে চান মেম্বার প্রার্থী মোঃ সিরাজ গোলদার

ভেদুরিয়ায় অধুনিক ৭নং ওয়ার্ডের রুপকার হতে চান মেম্বার প্রার্থী মোঃ সিরাজ গোলদার

266722251 3141199812770775 6317840891227294305 N

আই ডি ৯৬৩
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে ৭নং ওয়ার্ড এর মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মোঃ সিরাজ গোলদার। জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে অল্প সময়ে সু-পরিচিতি লাভ করেছেন এবং একজন উদীয়মান যুবক রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষের। করােনার এই মহা দুর্যোগেও তিনি শুরু থেকে তিনি তার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযােগিতা করে গেছেন। তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান। স্থানীয়রা বলেন তিনি তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে যুবক সমাজসেবক মোঃ সিরাজ গোলদার কে মেম্বার হিসেবে দেখতে চাই। ইউপি সদস্য পদপ্রার্থী মোঃ সিরাজ গোলদার, মহান আল্লাহর রহমতে আমাকে যদি জনগণ তাদের সেবা করার সুযােগ দেয়, তাহলে আমি নির্বাচিত হয়ে ৭ নং ওয়ার্ডকে একটি রােল মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিবাে এলাকাবাসীকে এবং সাথে সাথে ধর্মিয় ও সামাজিক কাজকর্ম চালিয়ে যাবো, এবং মাদক মুক্ত ওয়ার্ড গড়বো । আমার স্বপ্ন এলাকাবাসীর সেবা করা ও সুখে দুঃখে পাশে থাকা। মোঃ সিরাজ গোলদার আরও বলেন আমি আপনাদের এলাকার সন্তান। আমি আপনাদের সুখ ও দুঃখের সাথী হয়ে থাকতে চাই। এবং আপনাদের সমর্থন চাই। ইউনিয়ন পরিষদে আপনাদের প্রতিনিধিত্ব করতে চাই। ওয়ার্ডের বিভিন্ন সমাজ উন্নয়ন জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। আপনাদের সবার ভালেবাসা ও সমর্থনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন, লেখাপড়া ও খেলাধুলার মান আরো সমৃদ্ধ করতে কাজ করে যেতে চাই। আসন্ন ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে (মোঃ সিরাজ গোলদার ) ৭নং ওয়ার্ড এর প্রার্থী হয়েছি।এজন্য আপনাদের সবার দোয়া ভালোবাসা সমর্থন একান্ত কামনা করি।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan